আপনিও কি চটকদার বিজ্ঞাপন এ পা দিয়েছেন?

999 টাকায় ওয়েবসাইট, সাথে ডোমেইন হোস্টিং ফ্রী ,2000 টাকায় নিউজ পেপার সাইট,3000 টাকায় ই-কমার্স ওয়েবসাইট ও সকল পেমেন্ট গেটওয় সুবিধা ,

👉

এসকল চটকদার বিজ্ঞাপন প্রতিনিয়তই আপনার চোখে পড়বে । এগুলোর প্রতিটি একটি প্রতারণার ফাঁদ । যেখানে থাকে কিছু হ্যাকিং এর লিংক , এমনভাবে থাকে যেটা খালি চোখে দেখা যায় না , এমনকি আপনি খুব দক্ষ না হলে আপনি ধরতে পারবেন না । এ ধরনের ওয়েবসাইট দিয়ে একমাস বা দুই মাস আপনি আপনার ব্যবসা চালাতে পারবেন কিন্তু এরপরে আপনার নাম বা কোম্পানির নাম গুগোল ব্ল্যাকলিস্টে দিয়ে দিবে । যেটা আর কখনোই গুগলে‌ প্রদর্শন করবে না । এতে করে যা লাভ হওয়ার দরকার ছিল তার থেকে বেশি স্থায়ী ক্ষতি হয়ে যায় । এমনও হয়েছে অনেকবার আপনার বড় পেমেন্টের ক্ষেত্রে সকল পেমেন্ট আপনার অ্যাকাউন্টের না ঢুকে হ্যাকারদের একাউন্টে ঢুকে যায় । এরা আপনার ছোট ছোট পেমেন্ট আপনার অ্যাকাউন্ট টি তে দিয়ে দিবে ও আপনার বিশ্বাসের জায়গা টিকে মজবুত করবে । এরপর সুযোগ বুঝে বড় পেমেন্টের ক্ষেত্রে আপনার সকল পেমেন্ট তাদের একাউন্টে নিয়ে নিবে আপনার কিছুই করার থাকবেনা।

🤔

এদের কাছে যদি আপনি দাম এত কম নিয়ে কিভাবে তারা সার্ভিস দিচ্ছে এসব ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে তাদেরকে একটিই উত্তর থাকে , কোম্পানির প্রচারের জন্য আমরা এই সার্ভিসটি দিচ্ছি ।

🤝

সাধারণত একটি ওয়েবসাইট এর দাম ১৫০০০ থেকে ১০০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । সাথে আপনার ডোমেইন ও হোস্টিং এর খরচ তো থাকছেই । ডোমেইন ও হোস্টিং ফ্রিতে পাওয়া সম্ভব নয় । যখনই আপনাকে ফ্রীতে দেওয়া হচ্ছে পিছনে অবশ্যই কোন না কোন ঘটনা থাকবেই ।

☠️

যেমন : বর্তমানে 1 কেজি পেঁয়াজের দাম 140 থেকে 150 টাকা । কেউ যদি আপনাকে 5 টাকা কেজি দরে পেঁয়াজ দেয় অবশ্যই বুঝতে হবে কোন ঘটনা আছে । বিষয়টা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার উপরই ছেড়ে দিলাম ।

ভালো জিনিসের গুণগতমান যেমন বেশি থাকে তার দাম দিও কিছুটা বেশি থাকে । শুধুমাত্র দাম কম বিচার না করে তার গুণগতমান বিচার করে যদি ব্যবসা করতে চান হোক সেটা অনলাইনে বা অফলাইনে তাহলে অবশ্যই তার খরচ কিছুটা বেশি হয় । এবং মার্কেটে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া সম্ভব হয় । প্রথম দিকে একটু কষ্ট হলেও পরিশ্রম ও মেধা কাজে লাগিয়ে গ্রাহককে গুণগতমান সম্পন্ন সার্ভিসটি প্রদান করতে পারলে আপনার ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে । ভালো‌ জিনিস পেতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ।

তাই নিজেই নিজের বিবেক বুদ্ধি কে কাজে লাগান, নিজে সাবধান হোন । অন্যকে এ ব্যাপারে সাবধান করুন ও হ্যাকারদের কবল থেকে মুক্তি পান ।

#Decimal_IT

    Leave Your Comment

    Your email address will not be published.*

    Latest Posts