999 টাকায় ওয়েবসাইট, সাথে ডোমেইন হোস্টিং ফ্রী ,2000 টাকায় নিউজ পেপার সাইট,3000 টাকায় ই-কমার্স ওয়েবসাইট ও সকল পেমেন্ট গেটওয় সুবিধা ,
এসকল চটকদার বিজ্ঞাপন প্রতিনিয়তই আপনার চোখে পড়বে । এগুলোর প্রতিটি একটি প্রতারণার ফাঁদ । যেখানে থাকে কিছু হ্যাকিং এর লিংক , এমনভাবে থাকে যেটা খালি চোখে দেখা যায় না , এমনকি আপনি খুব দক্ষ না হলে আপনি ধরতে পারবেন না । এ ধরনের ওয়েবসাইট দিয়ে একমাস বা দুই মাস আপনি আপনার ব্যবসা চালাতে পারবেন কিন্তু এরপরে আপনার নাম বা কোম্পানির নাম গুগোল ব্ল্যাকলিস্টে দিয়ে দিবে । যেটা আর কখনোই গুগলে প্রদর্শন করবে না । এতে করে যা লাভ হওয়ার দরকার ছিল তার থেকে বেশি স্থায়ী ক্ষতি হয়ে যায় । এমনও হয়েছে অনেকবার আপনার বড় পেমেন্টের ক্ষেত্রে সকল পেমেন্ট আপনার অ্যাকাউন্টের না ঢুকে হ্যাকারদের একাউন্টে ঢুকে যায় । এরা আপনার ছোট ছোট পেমেন্ট আপনার অ্যাকাউন্ট টি তে দিয়ে দিবে ও আপনার বিশ্বাসের জায়গা টিকে মজবুত করবে । এরপর সুযোগ বুঝে বড় পেমেন্টের ক্ষেত্রে আপনার সকল পেমেন্ট তাদের একাউন্টে নিয়ে নিবে আপনার কিছুই করার থাকবেনা।
এদের কাছে যদি আপনি দাম এত কম নিয়ে কিভাবে তারা সার্ভিস দিচ্ছে এসব ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে তাদেরকে একটিই উত্তর থাকে , কোম্পানির প্রচারের জন্য আমরা এই সার্ভিসটি দিচ্ছি ।
সাধারণত একটি ওয়েবসাইট এর দাম ১৫০০০ থেকে ১০০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । সাথে আপনার ডোমেইন ও হোস্টিং এর খরচ তো থাকছেই । ডোমেইন ও হোস্টিং ফ্রিতে পাওয়া সম্ভব নয় । যখনই আপনাকে ফ্রীতে দেওয়া হচ্ছে পিছনে অবশ্যই কোন না কোন ঘটনা থাকবেই ।
যেমন : বর্তমানে 1 কেজি পেঁয়াজের দাম 140 থেকে 150 টাকা । কেউ যদি আপনাকে 5 টাকা কেজি দরে পেঁয়াজ দেয় অবশ্যই বুঝতে হবে কোন ঘটনা আছে । বিষয়টা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার উপরই ছেড়ে দিলাম ।
ভালো জিনিসের গুণগতমান যেমন বেশি থাকে তার দাম দিও কিছুটা বেশি থাকে । শুধুমাত্র দাম কম বিচার না করে তার গুণগতমান বিচার করে যদি ব্যবসা করতে চান হোক সেটা অনলাইনে বা অফলাইনে তাহলে অবশ্যই তার খরচ কিছুটা বেশি হয় । এবং মার্কেটে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া সম্ভব হয় । প্রথম দিকে একটু কষ্ট হলেও পরিশ্রম ও মেধা কাজে লাগিয়ে গ্রাহককে গুণগতমান সম্পন্ন সার্ভিসটি প্রদান করতে পারলে আপনার ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে । ভালো জিনিস পেতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ।
তাই নিজেই নিজের বিবেক বুদ্ধি কে কাজে লাগান, নিজে সাবধান হোন । অন্যকে এ ব্যাপারে সাবধান করুন ও হ্যাকারদের কবল থেকে মুক্তি পান ।
#Decimal_IT